জেলার খবর, নাটোর, রাজশাহী বিভাগ | তারিখঃ মার্চ ১৬, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3746 বার
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে মাটি বাহি ট্রাক্টরের চাপায় শান্ত (৬) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের নওগ্রাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত নওগ্রাম এলাকার আসমত আলীর ছেলে ও নওগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, নওগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিলো। এসময় শান্ত স্কুল থেকে বাড়িতে ফেরার পথে স্কুলের সামনের রাস্তায় উঠলে পিছন থেকে মাটি বাহি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।