স্টাফ রিপোর্টার।। যশোরের বাগআঁচড়ার সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের কন্যা রাইশা তানজিদ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।

২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় যশোরের শার্শার বাগআঁচড়া দারুল আমান শিক্ষা সদন থেকে রাইশা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেছিলেন।

বাগআচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইলিয়াছ কবির বকুল ও মহিলা আওয়ামীলীগ নেত্রী সানজানা ইয়াসমিন শিলা দম্পতির প্রথম সন্তান রাইশা।

রাইশা ভবিষ্যতে যাতে তাঁর এই সাফল্যের ধারা অব্যহত রাখতে পারে তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন বকুল ও শিলা দম্পতি।

এক যুগেরও বেশি সময় পর ২০২২ সালের ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।বাংলা, ইংরেজি,প্রাথমিক গণিত, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবার সারা দেশ থেকে বৃত্তি পেয়েছে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী।এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ গ্রেডে সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে বৃত্তি পাবে।