জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ মার্চ ১, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3022 বার
বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় দক্ষিণ ডাকাতিয়া গ্রামের পূর্বপাড়ার মৃত জয়েফ উদদীন এর ছেলে মোঃ শাহিন আলম নামের এক মুদি দোকানদারকে পথ দ্রুত করে মারপিট ও টাকা ভর্তি ব্যাগ ছিনতাই, করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় শাহিন আলম বাদী হয়ে ভালুকা মডেল একটি দেখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারী রাত অনুমান ৯টা ৪৫ মিনিটের দিকে দোকানদার শাহিন আলম দোকান বন্ধ করে বাড়ি ফিরার পথে একই গ্রামের মোঃ আবু সাঈদ রতন, শরিফুল ইসলাম, মাকসুদুল ইসলাম, কাওসার হোসেন, হাসান মিয়া, আলামিন এর নেতৃত্বে আরও ৫/৭ সহযোগী নিয়ে শাহিনের পথরোধ করিয়া মারধোর করে। এসময় শাহিনের কাছে থাকা দোকানের ৩,১০,০০০/ টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। এসময় শাহিন আলমের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় শাহিন আলম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।