এস এম মহিদার রহমান, সাতক্ষীরা : “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই স্লোগানে সাতক্ষীরার তালায় ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধা ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় তালা উপজেলা শিল্পকলা একাডেমীর হলরুমে উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা এক আসনের সংসদ সদস্য এড. মোস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এবং তথ্য ও সেবা কর্মকর্তা সাথী রানী রায়ের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,তালা উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সুতপা রাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চেীধুরী রেজাউল করিম, তালা প্রেসক্লাবের সভাপতি ও চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, লুৎফর রহমান প্রমুখ। বক্তারা এসময় বলেন, বায়ান্নোর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তর পর্যন্ত নারীদের অবদান সব থেকে বেশি ছিলো। বাংলাদেশে আজ পর্যন্ত যে সকল আন্দোলন হয়েছিলো সব জায়গাতে নারীদের অবদান ছিলো অপরিসীম। তারা যদি এগিয়ে না আসতো তাহলে দেশ স্বাধীন করা সম্ভব হতোনা। নারীদের সংঘটিত করে প্রশিক্ষনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। আজকের নারীরাই আগামীর স্মার্ট বাংলাদেশের আগ্রদূত। বৈঠকে নারীদের ভাষা আন্দোলনের ভূমিকা, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ, স্বাস্থ্য, শিক্ষা, সরকারের উন্নয়ন কর্মকান্ডসহ বাল্যবিবাহ ও নারীর ক্ষমতায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজ ও ইউনিয়ন থেকে আগত তিন শতাধিক নারী অংশ নেয়।