কক্সবাজার, চট্টগ্রাম বিভাগ, জেলার খবর | তারিখঃ ফেব্রুয়ারি ২২, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 4243 বার
ডেস্ক রিপোর্ট : উখিয়ার ইরানী পাহাড় রোহিঙ্গা ক্যাম্পে দুই শিশুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে উখিয়া আওতাধীন ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশুরা হলো ৮ নম্বর ক্যাম্পের ওবায়দুল হকের মেয়ে উম্মে হাফসা (১১) ও একই ক্যাম্পের আব্দুল খালেকের ছেলে আবুল ফয়েজ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘উখিয়া ইরানী পাহাড় রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি হয়। এত দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছেন। আহত দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ ঘটনার পর অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।