স্বপন বিশ্বাস, শালিখা মাগুরা : শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে রক্ষা করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সারাদেশের ন্যায় মাগুরার শালিখায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল এর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার(২০ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় আড়পাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত শিশুদেরকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সাইমুন নিছা, উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলার ১৬৮ টা অস্থায়ী ও ১ স্থায়ীসহ মোট ১৬৯ টি কেন্দ্রে ১ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। পাশাপাশি শিশু স্বাস্থ্য বিষয়ে মা ও অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সায়মুন নিছা বলেন, ভিটামিন-এ এর অভাবজনিত সমস্যা দূরীকরণ ও শিশু মৃত্যুর হার হ্রাস করতে শিশুদেরকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। তিনি আরো বলেন, দীনব্যাপী অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে আমাদের লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৪০ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো। মোট লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে বলেও জানান তিনি।