বিনোদন | তারিখঃ জানুয়ারি ২১, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 6830 বার
বিনোদন ডেস্ক : বলিউডের বাদশা ‘শাহরুখ খানের অভিনীত ছবি মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে। ছবির গান ‘বেশরম রঙ’ গানের মুক্তির পর থেকেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। দেশে এই ছবি প্রচার করার দাবিতে সরব হয়েছে গেরুয়া শিবিরের একাধিক নেতা, বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। বেশকয়েকটি বিজেপি শাসিত রাজ্যেই চবর মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। মাত্র তিন দিন পরেই মুক্তি পাবে বহু চর্চিত ছবি। এই আবহেই অসমের মুখ্যমন্ত্রী জানালেন তিনি নাকি শাহরুখ খানকে চেনেনই না।
শনিবার গুয়াহাটিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ”শাহরুখ খান কে? তাঁর পাঠান চলচ্চিত্র সম্পর্কে কিছুই জানি না।” পাঠানের মুক্তি নিয়ে বজরং দলের কর্মীদের হিংসাত্মক প্রতিবাদ নিয়ে প্রশ্ন তোলা হলে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘শাহরুখ খান আমাকে ফোন করেননি, যদিও বলিউডের অনেকেই তা করেন, সমস্যা নিয়ে। তবে সে যদি করে তাহলে আমি বিষয়টি দেখব।” অসমের নারেঙ্গিতে একটি প্রেক্ষাগৃহ যেখানে এই সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি ২৫ জানুয়ারি মুক্তির কথা রয়েছে সেখানেই বজরং দলের কর্মীরা শুক্রবার হিংসাত্মক প্রতিবাদ দেখিয়েছিল। মুখ্যমন্ত্রী আরও জানান, “আইনশৃঙ্খলা ভঙ্গ করলে মামলা করে ব্যবস্থা নেওয়া হবে।”
শাহরুখ খান কে চেনেন না এই কথা বলার পরেই সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে জানান তিনি একজন বলিউড সুপারস্টার। তার পাল্টা জবাবে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে রাজ্যের মানুষের হিন্দি ছবি নয়, অসমিয়া নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত। পাঠানকে দূরে সরিয়ে তিনি বলেন, প্রয়াত নিপন গোস্বামীর প্রথম পরিচালনায় অসমীয়া ছবি ‘ডঃ বেজবরুয়া – পার্ট ‘ শীঘ্রই মুক্তি পাবে। সেটাই রাজ্যের ”মানুষের দেখা উচিত” বলেই দাবি করেছেন তিনি। অর্থাৎ বিশিষ্টরা বলছেন পাঠান নিয়ে দেশজুড়ে যতই বিতর্ক হোক না কেন সেই দিকে অসমের মুখ্যমন্ত্রী বিন্দুমাত্র মাথাব্যথা নেই। তাঁর কথা এমনটাই প্রমাণ দিচ্ছে।