image_print

শালিখা মাগুরা প্রতিনিধিঃ আওয়ামী লীগ সরকার গঠনের পর দেশ আজ বিশ্বের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। উন্নয়নে আওয়ামী লীগ মডেল। তাই আগামী নির্বাচনে আপনারা নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। এ আহবান জানিয়েছেন সাংসদ এড সাইফুজ্জামান শেখর।

১৫ জানুয়ারি রবিবার সকাল মাগরা সদর উপজেলার এক জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মঘী ইউনিয়নের চেয়ারম্যান হাচনা হেনা, প্রেসক্লাব মাগুরার সাধারণ সম্পাদক মোঃ শামীম খান, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক মোঃ নওয়াব আলী প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, হামিদুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম, শালিখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, সাব্বির হোসেন বিপ্লব প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও তার অংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের সমর্থক বৃন্দ। সঞ্চালক ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম অনুষ্ঠানের আয়োজন করেন মঘী ইউনিয়ন আওয়ামী লীগ।