image_print

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় বৃহস্পতিবার সকালে মাগুরা সরকারি বালক বিদ্যালয় মিলনায়তনে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার মো. রেজাউল করিম।

এ সময় মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হাসান ও জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস উপস্থিত ছিলেন। মাসব্যাপী এ ক্রীড়া প্রশিক্ষণে সদর উপজেলার ৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন খেলোয়াড় অংশ নিচ্ছে। এ প্রশিক্ষণের মাধ্যমে ক্রিকেটরদের খেলার নানা কলাকৌশল সর্ম্পকে প্রশিক্ষণ প্রদান করা হবে।