খুলনা বিভাগ, জেলার খবর, যশোর, শিক্ষাঙ্গন | তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3300 বার
নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলার জামতলা শেখ সাদেক কিন্ডার গার্ডেন স্কুলে উৎসব মুখর পরিবেশে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১০টার সময় জাঁকজমকপূর্ণ ভাবে উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক সোহেল রানার সঞ্চালনায় ও ডিএসটি হাইস্কুলের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মুজিবর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামের সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
প্রধান অতিথি আসাদুজ্জামান আসাদ বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই শিক্ষার বিকল্প নেই। একজন শিক্ষার্থী ভালো হওয়ার পিছনে অবশ্যই প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে একজন অভিভাবককে। সুশিক্ষার মাধ্যমেই আপনার সন্তান সাফল্যের চূড়ায় পৌছাতে পারবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠান প্রধান আলফিকার রহমানের। সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ্ব হাফিজুর রহমান, মশিয়ার রহমান প্রমুখ।
উপস্থিত ছিলেন ইয়ারাজ আলি, এফ রহমান মন্টু, আজিজুর রহমান, ইদ্রিস আলি, আনোয়ার হোসেন বিদ্যুৎ।
আনুষ্ঠানিক ফলাফল ঘোষনার সময় উপস্থিত অতিথিবৃন্দ প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে মেধায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।জামতলা শেখ সাদেক কিন্ডার গার্ডেন স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলম অতিথিদের হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অভিভাবক ও সুধি সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।