খুলনা বিভাগ, জেলার খবর, ঝিনাইদহ | তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5571 বার
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে এবার এইচএসসি পরীক্ষার্থী ও ব্যাংক কর্মচারীসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে নাশকতা ও বিস্ফোরক মামলায় আদালতে চালান দেওয়া হয়েছে।
শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন উপজেলার ফয়লা এলাকার খবির উদ্দিনের ছেলে ফিরোজ কবির, আড়পাড়া এলাকার আলম হোসেনের ছেলে আশিক হোসাইন, একই এলাকার শেখ আব্দুল মজিদের ছেলে জামাল উদ্দিন, বানুড়িয়ার ইসমাইল হোসেনের ছেলে শফিকুল ইসলাম, রাড়ীপাড়ার ইকরাম শেখের ছেলে তরিকুল ইসলাম, সুবর্ণসারার নিজাম উদ্দিনের ছেলে মহিন উদ্দিন, একই এলাকার আনছার বিশ্বাসের ছেলে রমজান আলী, রামচন্দ্রপুরের গোলাম নবীর ছেলে রিপন মোল্যা, বড় ধোপাদীর মোস্তফা মোল্যার ছেলে রাসেল হোসেন, কুল্যাপাড়ার হেদায়েত মোল্যার ছেলে আমানত আলী মোল্যা ও ঝনঝনিয়ার মোশারফ হোসেনের ছেলে তানজীল হোসেন।
এদের মধ্যে আশিক হোসাইন সরকারি মাহতাব উদ্দিন কলেজের এইচএসসি বিএম শাখার পরীক্ষার্থী ও আমানত আলী মোল্যা জনতা ব্যাংকের কর্মচারী।
জানা গেছে, গত ৪ ডিসেম্বর উপজেলার বারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম। আটক ১১ জনকে এই মামলার আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেকেন্দার আবু জাফর জানান, বারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের অফিস লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটনার মামলার এজাহারভুক্ত ৭ আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। শনিবার রাতে অভিযানে আরও ১১ জনসহ ওই মামলায় এ পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।