সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের বোয়ালমারীতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা পৃথক তিনটি অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় উপ পরিদর্শক সেরাজুল ইসলাম, সহ উপ পরিদর্শক মো. জিল্লুর রহমান, উপ পরিদর্শক (খ সার্কেল) রাজা মিয়ার নেতৃত্বে একটি টিম শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাতে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। দুপুর ২টা ৩০ মিনিটের দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের আ. গফফার শেখের ছেলে মো. উজ্জ্বল শেখ (৩৫)কে নিজ বাড়ি থেকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক (খ সার্কেল) রাজা মিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় ওই রাতেই মামলা করেছেন।
একই দিন পৃথক ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই টিম একই এলাকার আ. গফফার শেখের ছেলে মোরাদ শেখ (৬০)কে বাড়ির সামনে থেকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহ উপ পরিচালক (খ সার্কেল) মো. জিল্লুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় রাতেই মামলা করেছেন। এছাড়া পৃথক আরেকটি ঘটনায় বিকেল ৫টা ১৫ মিনিটে একই টিম বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা গ্রামের জাফর শেখের ছেলে সোহেল শেখ (২৩)কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে। এ সময় পাশের কক্ষ থেকে সোহেলের ভাই মো. আনোয়ার শেখের (৩৬) কক্ষ থেকে একটি স্টিলের বাক্সের ভেতর থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে। আনোয়ার শেখ এ সময় ঘরে ছিলেন না। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক (ক সার্কেল) সেরাজুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯ (ক), ১০ (ক) ও ৪১ ধারায় ওই রাতেই মামলা করেছেন। গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক (ক সার্কেল) সেরাজুল ইসলাম বলেন, পৃথক তিনটি অভিযানে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় বোয়ালমারী থানায় তিনটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের রবিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।