মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো উফশী, হাইব্রিড ধানের বীজ ও সার বিতারণ করা হয়েছে ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস প্রমুখ । এ সময় বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা জানান, চলতি বোরো মৌসুমে উপজেলার ১২ শ’ কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ও উফশী ধানের বীজ ও সার প্রদান করা হয়েছে।