ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।। ময়মনসিংহের ভালুকা উপজেলায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের হাইব্রিড, উফশি, সার ও বীজ বিনা মুল্যে কৃষি উপকরণ বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রনোদণার আওতায় ৫৮৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু প্রধান অতিথি হিসেবে এ উপকরণ বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন । উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন জাহান এর সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আবিদুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি আহসান হাবীব মোহন, ধীতপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান খান শারফুল ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম প্রমুখ।