আব্দুল্লাহ আল-মামুন : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সোমবার দুপুরে প্রকাশিত হয়েছে। যশোরের শার্শার শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এ বছর ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৩০৪ জন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ করে। এবাররে প্রকাশতি ফলাফলে ২৮৪ জন পাস করেছে। অকৃতকার্য হয়েছে ২০ জন শিক্ষার্থী। কেন্দ্রে পাসের হার ৯৩.৪২%। এর মধ্যে এপ্লাস পেয়েছে ৩৮ জন। অন্যরা বিভিন্ন গ্রেড পয়েন্ট নিয়ে পাস করেছে।

শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আব্দুল আলিম জানান, চলতি বছর শাড়াতলা পরীক্ষা কেন্দ্রে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৩০৪ জন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। সোমবার প্রকাশিত ফলাফলে লক্ষণপুর স্কুল এন্ড কলেজ ৭৯ জনের মধ্যে ৭৭ জন পাস করেছে। এপ্লাস ১৭ জন। পাসের হার ৯৭.৪৬%।

শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয় ৫০ জনের মধ্যে পাশ করেছে ৪৬ জন। এপ্লাস ১জন। পাসের হার ৯২%। শাড়াতলা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৯ জনের মধ্যে ৮ জন পাস করেছে। এপ্লাস নেই। পাসের হার ৮৮.৮৮%।

পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় ৮০ জনের মধ্যে পাস করেছে ৭৮ জন। এপ্লাস ১৬ জন। পাসের হার ৯৭.৫%। পাকশিয়া সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২১ জনের মধ্যে ১৯ জন পাস করেছে। এপ্লাস নেই। পাসের হার ৯০.৪৭%। গোড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় ৭৫ জনের মধ্যে ৭০ জন পাস করেছে। এপ্লাস ৩ জন।

পাসের হার ৯৩.৩৩%। গোড়পাড়া মুক্তিযোদ্ধা জিকেজিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৮ জনের মধ্যে ২ জন পাস করেছে। এপ্লাস নেই। পাসের হার ২৫%।

শিকারপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ৪৩ জনের মধ্যে ৪১ জন পাস করেছে। এপ্লাস ১ জন। পাশের হার ৯৫.৩৪%। মোট ৩০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ফলাফলে পাসকৃত ২৮৪ জনের ৩৮ জন।