image_print

মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দ দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ২৩ নভেম্বের বুধবার সাড়ে এগারটায় জেলাা পরিষদ মিলনায়তনে।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মগুরা ২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপরি মুন্সী রেজাউল হক, জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড.শরিফুল ইসলাম, মাগুরা পৌর ময়র খুরশিদ হায়দার টুটুল, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.মোঃ কামাল হোসেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল গণি শাহিন, মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লা হেল কাফি, চেয়ারম্যান হুমায়ূন রশিদ মুহিত, চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, পৌর আওয়ামীলীগের আলহাজ্জ্ব বাকি ঈমাম প্রমুখ।সঞ্চালক ছিলেন জেলা পরিষদের সদস্য(সদর) আনিচুর রহমান খোকন।

এ সময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বৃন্দ, সাংবাদিক বৃন্দ, ৪ উপজেলা, পৌরসভা, ৩৬ ইউনিয়নের নির্বাচিত সদস্য বৃন্দ, জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমাণ্য ব্যক্তি বর্গ।