জেলার খবর, ঢাকা বিভাগ, ফরিদপুর | তারিখঃ নভেম্বর ১৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2751 বার
সনতচক্রবর্ত্তী:ফরিদপুরের নগরকান্দায় কাইচাইল ইউনিয়নের ইমামবাড়ী বাজারের মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
শুক্রবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের ইমামবাড়ী বাজারের মসজিদ মার্কেটে এ ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বাজারের ব্যাবসায়ী তৈয়াব ব্যাপারীর মুদি দোকান থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পাশের সাতটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- মধ্যে তৈয়াব ব্যাপারীর মুদি দোকান, রহিম ভূইয়ার ওষুধের দোকান, মাসুদ মিয়ার জুতার দোকান, সাইদ মিয়ার ফলের দোকান, টুলু মাতুব্বরের মুদি দোকান, বিশ্বজিতের সেলুন ও চান মিয়ার হোটেল।
রহিম ভূইয়া বলেন, আমার দোকানে তিন লক্ষাধিক টাকার মালামাল ছিল। তা সম্পূর্ণ পুড়ে গেছে। তিনি আরো জানান, আমার পাশের দোকান তৈয়ার ব্যাপারীর ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।
তৈয়ার ভূইয়া বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়েছি। হঠাৎ চিৎকার শুনে বের হয়ে দেখি বাজারে আগুন লেগেছে। এলাকাবাসী অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেছে।
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। খোঁজ নিয়ে যতটা জেনেছি, তৈয়ার ব্যাপারী দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।