খুলনা বিভাগ, জেলার খবর, সাতক্ষীরা | তারিখঃ নভেম্বর ১৪, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2536 বার
এস এম মহিদার রহমান, সাতক্ষীরা : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না সাতক্ষীরার জেলে মনিরুল গাজীর (২৭)। রোববার (১৩ নভেম্বর) সন্ধ্যায় খুলনার দুবলার চরের আলোরকোল নামক জায়গার সন্নিকটে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় সাপের কামড়ে মারা যান তিনি।
মৃত মনিরুল গাজী আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মান্দারবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি দুবলার চরে আলোরকোল শুটকিপল্লীতে মাছ ধরার কাজ করতেন।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পূর্ব বনবিভাগের সহকারী বন সংরক্ষক শামসুল আরেফীন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার বিকালে মাছ ধরার সময় মনিরুল গাজীসহ আরেকজন জেলেকে একইসাথে সাপে দংশন করে। মূমুর্ষ অবস্থায় তাদেরকে আলোরকোল শুটকি পল্লীতে আনার সময় সন্ধ্যাবেলায় মনিরুল গাজী মারা যান। আহত অপর জেলেকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি।