সনতচক্রবর্ত্তী: শিক্ষা শান্তি প্রগতি ‘ এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।শনিবার (১২নভেম্বর) জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল চৌধুরী রিয়ান ও সাধারন সম্পাদক ফাহিম আহমেদ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষনা করা হয়।

সৈয়দ মোর্তজা তমাল কে সভাপতি ও প্রান্ত সিদ্দিককে সাধারন সম্পাদক করে ঘোষিত ৮১ সদস্য বিশিষ্ট কমিটিতে স্থান পেয়েছে দীর্ঘদিনের পরিক্ষিত নেতা-কর্মী।১২জন সহ-সভাপতি,৭জন যুগ্মসম্পাদক,৭জন সাংগঠনিক সম্পাদক, ৫জন সহ- সম্পাদক,১৫জন কার্যকরী সদস্য, বিভিন্ন সম্পাদক ও উপ -সম্পাদক এর নাম ঘোষনা করা হয়েছে।

বোয়ালমারী সরকারী কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক এজিএস,জিএস ও ভিপি, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটু বলেন- ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য রয়েছে।জাতির ক্রান্তিলগ্নে সবসময় এদের ভুমিকা রয়েছে।আশাকরি বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ হবে আগামীর বাংলাদেশ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তজা তমাল বলেন- দীর্ঘদিনের পথচলায় দেখেছি অনেক সহযোদ্ধা,বন্ধু ছোট ভাই ছাত্রলীগ করে মনের কষ্ট নিয়ে পদ পদবিবিহীন হারিয়ে গেছে।দীর্ঘদিন পরে হলেও আমার রাজনৈতিক অভিভাবক আব্দুর রহমানের দিকনির্দেনায় উপজেলা ছাত্রলীগের কমিটি আলোর মুখ দেখেছে।সেখানে আমাকে সভাপতি করায় আমার দায়িত্ব বেড়ে গেলো।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সোনার মানুষ হবে আমার বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ।ত্যাগীরাই স্থান পেয়েছে কমিটিতে।

উপজেলা ছাত্রলীগের সা:সম্পাদক প্রান্ত সিদ্দিক বলেন-প্রায় একবছর সময় নিয়ে ঘোষিত হয়েছে পুর্নাঙ্গ কমিটি।ত্যাগী,প্রকৃত ছাত্র,মাদকমুক্ত,বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দের স্থান দিতে কিছুটা সময় লেগেছে।দীর্ঘ ১৫ বছর পর এই কমিটি হওয়ায় বোয়ালমারীবাসী অনেক আনন্দিত।আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থিকে বিজয়ী করতে ছাত্রলীগের ভুমিকা দৃষ্টান্ত হয়ে থাকবে।