বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় শ্রমিকদের যাতায়তের গাড়ি বন্ধ ও কারখানা লে-অফ ঘোষণার গুজবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্যাট্রিয়ট স্পিনিং মিলের শ্রমিকরা।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে তারা ওই অবরোধ কর্মসূচি পালন করেন। আন্দোলনকারী শ্রমিক ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার সংলগ্ন মহাসড়কের পাশে অবস্থিত প্যাট্রিয়ট স্পিনিং মিলে তিন শিফটে তারা সাত শতাধিক শ্রমিক কর্মরত আছেন। কারখানা কর্তৃপক্ষ চলতি মাস পর্যন্ত কারখানায় শ্রমিক পরিবহণের গাড়ি বন্ধ করে দেয়ার প্রতিবাদ ও কারখানা লে-অফ করার আগেই শ্রম আইন অনুসারে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে দুপুরে তারা মহাসড়ক অবরোধ করে। পরে, শিল্প পুলিশের হস্থক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার জানান, কারখানায় শ্রমিক অসন্তোষের খবর পেয়ে তিনি শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষযটি নিষ্পত্তি করেন।
ময়মনসিংহ শিলএজান ৫ এর ইন্সপেক্টর বাচা মিয়া জানান, পূর্ব ঘোষণা ছাড়াই শ্রমিকদের যাতায়াতের গাড়ি বন্ধ করে দেয়ায়, শ্রমিকদের মাঝে গুজব ছড়িয়ে পড়ে কারখানা বন্ধ করে দেয়া হচ্ছে। তাই তারা মহাসড়ক প্রায় আধাঘন্টা অবরোধ করে রাখে। পরে মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের আশ^স্ত করলে তারা অবরোধ তুলে নেয়।