চাঁপাইনবাবগঞ্জ, জেলার খবর, রাজশাহী বিভাগ | তারিখঃ নভেম্বর ১১, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2472 বার
নুরতাজ আলম, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের নামো কয়লাদিয়াড় গ্রামে বদিউরের ছেলে বিজিপি সদস্য রনির স্ত্রী উম্মে সালমা ১০ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার রাত্রি ৮ টার সময় নিজ শয়ন কক্ষে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মেয়ের পরিবারের অভিযোগ,আমার মেয়ে প্রেম করে বিয়ে করেন,বিয়ের পর ছেলের পরিবার এবং বিজিপি সদস্য রনি যৌতুকের জন্য নির্যাতন করতে থাকেন,এর প্রেক্ষিতে দুই পরিবার মিলে সমঝোতার চেষ্টা করা হলে ছেলের পরিবার ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করেন, মেয়ের পরিবার যৌতুকের টাকা দিতে না পারায় উম্মে সালমাকে মেরে ফেলা হয়েছে,এর সুষ্ঠু বিচার চেয়ে মেয়ের মা বার বার কান্নায় ভেঙে পড়েন।
বিজিপি সদস্য রনি ও তার পরিবার মেয়ের পরিবারের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা যৌতুকের জন্য নির্যাতন করিনি,মেয়ে নিজেই আত্মহত্যা করেছেন।
এই বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন।