চাঁপাইনবাবগঞ্জ, জেলার খবর, রাজশাহী বিভাগ | তারিখঃ নভেম্বর ৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2591 বার
নুরতাজ আলম : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কমছেই না বাল্যবিয়ে। বরং দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। আইন যেনো খাতা কলমেই সীমিত। প্রতিরাতেই হচ্ছে বাল্যবিয়ে। প্রশাসন বলছে,
বাল্যবিয়ে বন্ধের ব্যাপারে আমরা যথেষ্ট সজাগ রয়েছি অভিযানও চালানো হচ্ছে মাঝে মাঝে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, অপ্রাপ্ত বর ও কনে বিয়ে হয়েছে। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকার হাউসনগর গ্রামে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই গ্রামের আতাউর রহমানের ৯ম শ্রেণি স্কুল পড়য়া মেয়ে মোসাঃ মুর্শিদা খাতুন ও একই গ্রামের
ইয়াসিন আলীর ৯ম শ্রেনি স্কুল পড়য়া ছেলে শফিকুল ইসলামের বাল্যবিয়ে পড়ানো হয়।
এব্যাপারে কনের পিতা আতাউর রহমান, হাউসনগর তেলীপাড়া জামে মসজিদের ইমাম (যিনি বিয়ে পড়িয়েছেন) মোঃ মাহিদুর রহমান ঘটনা স্বীকার করে বলেন, গত ৭ নভেম্বর রাতে বর-কনে উভয় পরিবার সম্মতিক্রমে ৮১ হাজার ৭০০ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়েছে। তবে আইনী জটিলতার কারণে
নিকাহ্ রেজিষ্ট্রার করা হয়নি। তিনি আরো বলেন, বাল্যবিয়ে তো হচ্ছেই, কিন্তু আমার ক্ষেত্রে এতো কৈফিয়ত চাওয়া হচ্ছে কেন? এদিকে, বর শফিকুল ইসলাম বলেন, ইমামকে ১০ হাজার টাকা দিয়ে বিয়ে পড়িয়ে নিয়েছি। আমি একাই বাল্য বিয়ে করিনি। এলাকায় অনেক বাল্যবিয়ে হচ্ছে। আমি বিয়ে করেছি তাতে আপনাদের কি? যা পারেন লিখেন। তবে, বিয়ে পড়ানো ইমাম মাহিদুর রহমান ৬’শ টাকার কথা স্বীকার
করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার আরো ২০/২৫জন জানান, শুধু এটি নয়, এলাকায় প্রতিদিন-ই বাল্যবিয়ে হচ্ছে। এলাকার জনপ্রতিনিধিরা জেনেও না জানার ভান করছেন। উপজেলা প্রত্যন্ত অঞ্চল থেকে একাধিক গোপন সূত্রে জানা
গেছে, আগের চেয়ে বর্তমানে বেশি বাল্যবিয়ে হচ্ছে। তবে, বিয়ে পড়ার ধরণটি অন্য রকম। এক মাত্র বর-কনের পরিবার গোপন আলোচনার মাধ্যমে গোপন স্থানে মাত্র ৫/৬ জনের উপস্থিতিতে এসব বাল্যবিয়ে হচ্ছে। এদের মধ্যে থাকছেন,
একজন ইমাম, উভয় পক্ষের একজন করে স্বাক্ষী। গোপন সূত্রে আরো জানান, নিকাহ্ রেজিষ্ট্রার (কাজী) বিয়ে রেজিষ্টার না করে খসড়া কাগজে তথ্য সংগ্রহ করে রেখে দিচ্ছেন। যখন পূর্ণ বয়স হবে তখন তাদের নিকাহ্ রেজিষ্টার হবে বলে জানা গেছে।
তবে এব্যাপারে উপজেলার কয়েকটি ইউনিয়নের নিকাহ্ রেজিষ্টার (কাজী) জানান, কোন বাল্যবিয়ের ব্যাপারে আমরা কেউ কোন ধরনের খসড়া খাতা ব্যবহার করি না। এমন কি আমরা বাল্যবিয়ের সংবাদ পেলে প্রশাসনের সহায়তায় বন্ধ করে দিই। এমন কি বাল্যবিয়ে রোধে আমরা প্রচার অভিযান
অব্যহত রেখেছি।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত জানান, বাল্যবিয়ে রোধে প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যহত রয়েছে। ইতোমধ্যে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বর-কনে উভয় পক্ষকেই জেল ও অর্থ জরিমানা করা হয়েছে।
উপজেলার প্রতিটি সভায় বাল্যবিয়ে রোধে প্রতিটি ইউপি চেয়ারম্যান-মেম্বারদের জোরালো নির্দেশ দেয়া হয়েছে। তবে, বাল্য বিয়ে রোধে একটি সমস্যা হচ্ছে, বর-কনে উভয় জেলা বা উপজেলার বাইরে গিয়ে গোপনে বিয়ের কাজ সম্পন্ন করছে। আমরা এ ব্যাপারেও খোঁজখবর নিচ্ছি।