জেলার খবর, ঢাকা বিভাগ, ফরিদপুর | তারিখঃ নভেম্বর ৫, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1394 বার
সনতচক্রবর্ত্তীঃ ফরিদপুরের বোয়ালমারীতে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যের আলোকে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসান্মাৎ রেখা পারভীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার মো. আফজাল হোসেন। পরে মাধবপুর প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির ১৬ জন সদস্যের প্রত্যেককে এক লক্ষ টাকা করে ঋণ দেয়া হয়।