image_print

সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের বোয়ালমারীতে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার সভাপতিত্ব করেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এস কে মনজুর তুষারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিনা, ময়না ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মৃধা আনিচুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।