জেলার খবর, ঢাকা বিভাগ, ফরিদপুর | তারিখঃ নভেম্বর ২, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4418 বার
সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসাইন ।
মঙ্গলবার (১ নভেম্বর )দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, আগামী ০৩ নভেম্বর-২০২২ খ্রি. তারিখে উপজেলা চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন বিদ্যালয়ের ২০ স্টল অংশগ্রহণ করবে এবং সেরা তিনটি স্টলকে পুরষ্কার প্রদান করা হবে।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালেদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রেখা পারভীন, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ আহম্মেদ, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান, ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান হোসেন নবাব,উপজেলার সরকারি -বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।