জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ অক্টোবর ৩০, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 7300 বার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকা উপজেলার জালপাজা রোর্ডে রিপন মিয়া ও হবিরবাড়ী লবনকোঠা গ্রামে একের পর এক বন বিভাগের জমিতে বাড়ী ঘর নির্মাণ করলেও বন বিভাগ দায়সারা বাঁধা দিয়েই নিরব। লবনকোঠা গ্রামে আবুল হোসেন ও মোছাঃ হাওয়া বেগম বিনা বাঁধয় বন বিভাগের জমিতে বাড়ী ঘর নির্মাণ করলেও বন বিভাগের লোকজন কোন খোঁজ নেয়নি বলে অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে স্থানীয় দালালদের মাধ্যমে মোটা অংকের টাকা নিয়ে বন বিভাগের কর্মকর্তারা আবুল হোসেন ও মোছাঃ হাওয়া বেগমের ঘর নির্মাণ করার সুযোগ করে দিয়েছে। জানা যায়, উপজেলার হবিরবাড়ী মৌজার লবনকোঠা গ্রামে আবুল হোসেন ও মোছাঃ হাওয়া বেগম বন বিভাগের জমিতে ঘর নির্মাণ করার সময় বন বিভাগের অসাধু কর্মকর্তারা বাড়ী নির্মাণকারীদের খবর দিয়ে নিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে বিনা বাঁধায় ঘর নির্মাণ করার সুযোগ দেয়। প্রকাশ্যে ঘর নির্মাণ শেষ হলেও বন বিভাগ আইনগত কোন পদক্ষেপ নেয়নি। এভাবেই একের পর এক বন বিভাগের জমি ব্যাহাত হচ্ছে। এভাবে চলতে থাকলে হয়তো এক সময় বনের জমি কাগজে থাকবে বাস্তবে খোঁজে পাওয়া যাবে না। সচেতন মহলের দাবী এসব বন ভূমি জবরদখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হউক।