খুলনা বিভাগ, জেলার খবর, যশোর, শিক্ষাঙ্গন | তারিখঃ অক্টোবর ২৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4020 বার
আশরাফুজ্জামান বাবু, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: সারাদেশের সাথে একযোগে যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ মুক্তমঞ্চে ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে। এর পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে ঝিকরগাছা বাজার প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়।
ঝিকরগাছায় শিক্ষক দিবস উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদের মুক্তমঞ্চের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, সোনার বাংলা তৈরি করতে হলে দেশে সোনার শিক্ষক থাকতে হবে। সোনার শিক্ষকদের হাত ধরেই এই দেশটা বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীর এর স্বাগত বক্তব্য ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাহিদুল ইসলাম, শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব কুমার সেন, বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, বেজিয়াতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ দ্বীন ইসলাম, কৃষ্ণনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকিফুজ্জামান। আলোচনা অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলার সকল কলেজ, মাধ্যমিক, মাদ্রাসা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান সহ সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।