খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা, শিক্ষাঙ্গন | তারিখঃ অক্টোবর ২৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3966 বার
শালিখা মাগুরা প্রতিনিধিঃ জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে ২৭ অক্টোবর শালিখা উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে।
এ উপলক্ষে শালিখা উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন উপজেলার সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালীর বের করেন। রালীর নেতৃত্ব দেন শালিখা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড কামাল হোসেন। তাঁর সাথে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরাসহ প্রশাসনের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা। রালী শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শিক্ষকদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।