খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ অক্টোবর ২৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2798 বার
সাঈদ ইবনে হানিফ : বাঘারপাড়ার কৃতিসন্তান যশোর সদর উপজেলার বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের সাবেক গুণীজন খ্যাত প্রধান শিক্ষক মোঃ লোকমান হোসেন ফকির (৮৭) ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
২৭ অক্টোবর বৃহস্পতিবার ভোর ৫টার সময় যশোর নোভা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। অবসর কালে মরহুম লোকমান হোসেন, বাঘারপাড়া উপজেলার ৯নং জামদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড নিত্যানন্দপুর গ্রামে নিজ বাড়িতে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এই গুনি শিক্ষকের মৃত্যু সংবাদ মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুরদুরান্ত থেকে স্বজন ও সুধীজন সহ শিক্ষক শিক্ষার্থীরা শেষ বারের মতো একনজর দেখার জন্য ছুটে আসেন মৃতের জন্ম ভুমি নিজ বাড়িতে। তিনি একটানা ৪২ বছর বসুন্দিয়া স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করে ছিলেন। ২০০১ইং সালে তিনি অবসরে এসে ধর্মীয় সংগঠনের সাথে জড়িত হন। সেই সুবাদে তিনি বিশ্বের বেশ কয়েকটি দেশে ধর্ম প্রচারের জন্য ধর্মীয় সফর ও করেছেন বলে জানা গেছে । এসব দেশের মধ্যে উল্লেখযোগ্য হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার, ভারত, নেপাল, শ্রীলংকা, কেনিয়া ও সৌদি আরব। তিনি বাঘারপাড়া উপজেলার হাজী কল্যান পরিষদের সম্মানিত উপদেষ্টাও ছিলেন। বৃহস্পতিবার বাদ আছর আলাদীপুর সম্মেলিত ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার পর নিজ গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। এই গুনি শিক্ষকের জানাজায় শরিক হওয়ার জন্য বাঘারপাড়া উপজেলার হাজী কল্যান পরিষদের সম্মানিত সহসভাপতি রস কাকা নামে খ্যাত মাঃ মোঃ ফারুখ হোসেন, জামদিয়া ইউনিয়নের সভাপতি সাবেক চেয়ারম্যান ও সাবেক সহকারী শিক্ষক মোঃ মহিউদ্দিন বিশ্বাস, সহসভাপতি ভিটাবল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আঃ মজিদ আনোয়ার, সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ আঃ কাদের মোল্যা, যশোর কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোক্তার আলী, ৮ নং বাসুয়াড়ি ইউনিয়নের হাজী কল্যান পরিষদের সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ হেকমত আলী মোল্যা, সহসভাপতি মাঃ আঃ রাজ্জাক, হাজী কল্যান পরিষদের অন্যতম উপদেষ্টা সাবেক প্রধান শিক্ষক বসুন্দিয়া স্কুল অ্যান্ড কলেজের মোঃ মকছের আলী খান, এছাড়াও উপস্থিত ছিলেন, মরহুম লোকমান স্যারের সহপাঠী সাবেক শিক্ষক মোঃ আঃ ওহাব গাজী, ও সাবেক শিক্ষক মোঃ আবু বক্কার বিশ্বাস, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত সহ এলাকার সামাজিক রাজনৈতিক সূধী সমাজের বিভিন্ন পর্যায়ের গন্যেমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । তার জানাজা নামাজের ঈমামতি করেন, এক সময়ের বিদেশ সফর সঙ্গী মাওলানা মোঃ আবুজার যশোরী।