জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ অক্টোবর ২২, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4523 বার
বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা বন বিভাগের ভালুকা রেঞ্জ ও উথুরা রেঞ্জের আওতাধীন গড়ে উঠেছে প্রায় দু’শতাধিক অবৈধ করাত কল।
জানা গেছে, এসব অবৈধ করাত কল থেকে প্রতি মাসে বনবিভাগের কর্মকতারা মাসোহারা আদায় করে থাকে। স্থানীয় এলাকা বাসী জানান, ভালুকা উপজেলার দুইটি রেঞ্জের আওয়াতায় বিভিন্ন জায়গাতে অবৈধভাবে প্রায় দুই শতাদিক করাতকল গড়ে উঠেছে। উথুরা রেঞ্জ কর্মকর্তা হারুন রশিদ এর নির্দেশে বাগান মালী রইচ উদদীন (মানিক) করাতকল মালিকদের কাছ থেকে প্রতিমাসে ১০,০০/ হাজার করে টাকা আদায় করে। উপজেলায় বন অঞ্চলে অবৈধভাবে গড়ে উঠা করাতকলগুলো হলো চামাদী বাজার, কৈয়াদী, উথুরা, হাতিব্যাড়, চান্দের বাজার ও ডাকাতিয়া ইউনিয়নের আংগাড়া বাজার, মল্লিক বাড়ি বাজার, চাঁনপুর বাজার, দৌল্লার বাজার, আড়াইপাড়া বাজার, আউলীয়ার চালা, কাদিগর বিটের আওয়াতায় বাটাজোর বাজার, কাচিনা বাজার তামাট বাজার, হবিরবাড়ি বিটের আওয়াতায় মনোহরপুর, মাষ্টার বাড়ি, জালোপাজা বাজার, পনাশাইল বাজার, পারুল দিয়া বাজার, বিরুনিয়া বাজার। পাশ্ববর্তী মেদুয়ারী ইউনিয়নে অবৈধ করাতকল স্থাপন বনকুয়া বগাজান বাজার, বগাজান-বরাইদ সড়কের উপর, নিঝুরী বাজার, পানিবান্ডা জয়নাতলীর বাজার, মেদুয়ারী বাকসাতরা বাজার পাঁচগাও মাইন উদদীন করাতকলসহ উপজেলার বিভিন্ন জায়গা গড়ে উঠেছে অবৈধ করাতকল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক করাতকল মালিক জানান, তারা প্রতিমাসে ১০,০০/ হাজার করে টাকা দিয়ে করাতকল চালিয়ে যাচ্ছে।