খুলনা বিভাগ, জেলার খবর, যশোর, শিক্ষাঙ্গন | তারিখঃ December 30th, 2024 | নিউজ টি পড়া হয়েছেঃ 40715 বার
স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসায় ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১০টায় মাদরাসা প্রাঙ্গণে এই ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়।
মাদরাসার অধ্যক্ষ মোঃ মুহিব্বুল ইসলামের সভাপতিত্বে এবং মাদরাসার বায়োলজি শিক্ষক আশরাফুজ্জামান বাবু’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসর প্রতিষ্ঠাতা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমির সভাপতি মোঃ মহিউদ্দিন বিল্লাহ রুনু।
প্রধান অতিথি তার বক্তব্যে মাদরাসা শিক্ষার গুরুত্বারোপ করে সকল অভিভাবককে তাদের সন্তানকে মাদরাসায় ভর্তি করার জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানের সভাপতি এবং মাদরাসার অধ্যক্ষ মোঃ মুহিব্বুল ইসলাম বলেন, ২০২৫ সাল হবে মাদরাসাকে মডেল হিসাবে দাড়ঁ করানোর বছর। এজন্য তিনি সমাজের সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মুহাদ্দীস আব্দুল মুহিত, সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিন, আইসিটি শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, ইংরেজি প্রভাষক শাহিনুর রহমান, আরবী প্রভাষক গোলাম কিবরিয়া। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন অত্র মাদরাসার ১৯৭৫ সালের সাবেক ছাত্র, বর্তমান অভিভাবক মোঃ আব্দুর রহিম ও মোছাঃ শিউলি খাতুন। দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুস শুকুর।
ফলাফল বিতরণ অনুষ্ঠানে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী সহ আরও কয়েক ক্যাটাগরিতে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে মাদরাসার সকল শিক্ষার্থীবৃন্দ, শতাধিক অভিভাবক এবং মাদরাসার শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সবাইকে দুপুরের খাবার পরিবেশন করা হয়।