খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 1685 বার
চিন্ময় ঘোষ, কেশবপুর প্রতিনিধি : মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কেশবপুরের সাগরদাঁড়িতে মধুকবির ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহ ব্যাপী মধুমেলা-২০২৫ এর মধুমেলার মাঠ ইজারা হয়েছে ৩৮ লাখ ১৩ হাজার ২০০ টাকা। এবার মধুমালায় থাকছে সার্কাস, মৃত্যুকূপ, যাদু, কুঠির শিল্প, শিশু বিনোদন।
মঙ্গলবার সকালে যশোর জেলা পরিষদের সভাকক্ষে সাগরদাঁড়িতে মধুকবির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী মধুমেলা-২০২৫ এর মধুমেলার মাঠ কেশবপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফ নেওয়াজের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এবছর ১৪ জন ইজারাদার তাদের টেন্ডার দাখিল করেন। সর্বোচ্চ দরদাতা হিসাবে সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন মধুমেলা-২০২৫ এর মধুমেলার মাঠ ইজারা গ্রহণ করেছেন।
এবারের মধুমেলার মাঠ ইজারায় মাঠ বিক্রি হয়েছে মূলমাঠ ৩৮ লাখ ১৩ হাজার ২০০ টাকায়। এর মধ্যে সার্কাস ৮ লাখ ৮১ হাজার ১০০ টাকা, ফার্ণিচার-১ লাখ ৮৮ হাজার ১০০ টাকা, মৃত্যুকূপ ২ লাখ ৫০ হাজার টাকা, যাদু ১০ লাখ ১২ হাজার টাকা, গ্যারেজ ৫ লাখ ২২ হাজার টাকা ও শিশু বিনোদন ৯ লাখ ৬০ হাজার টাকা রয়েছে।
আগামী ২৪ জানুয়ারি-২০২৫ তারিখ থেকে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সাগরদাঁড়ি মধুমঞ্চে অনুষ্ঠিত হবে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী হবে সপ্তাহব্যাপী মধুমেলা।
মধুমেলার মাঠ ইজারাদার মোঃ আকরাম হোসেন গ্রামের সংবাদকে বলেন, এবছর মধু মেলায় অতীতের সকল প্রকার অশ্লীলতা পরিহার করে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হবে। এবিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।