আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোর বেনাপোল মহাসড়কের গাজীর দরগাহ এলাকায় দরগাহ তেল পাম্পের সামনেই ঝুকিপূর্ণ ভাবে হেলে আছে একটি বড় রেইনট্রি গাছ। গাছের ঠিক নীচেই আছে ৩৩ কেভি বৈদ্যুতিক লাইন, একটা ভলকানাইজিং, একটা খাবার হোটেল এবং একটা চায়ের দোকান। সামান্য ঝড় বা বৃষ্টি হলে যেকোনো মুহূর্তে এই গাছ পড়ে সম্পদ ও জীবন হানী ঘটার আশংকায় থাকেন এখানকার ব্যবসায়ী ও খরিদদারগন। কতৃপক্ষের কাছে লিখিত জানিয়েও কোনো লাভ হয়নি।

গাছের নীচে অবস্থিত সবচেয়ে ঝুঁকিতে থাকা রিয়াজ স্টোর এর মালিক মো: রিয়াজ আক্তার বলেন, গাছটি একসময় সোজা ছিলো, কিন্তু আস্তে আস্তে সেটি মাটির দিকে ঝুঁকে আসছে। এটা পড়ে গেলে আমার দোকান ধ্বংসস্তূপে পরিণত হবে। খাবারের হোটেল মালিক শামসুজ্জামান মিন্টু বলেন, গাছটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এখানে সারাদিন মানুষ থাকে। কখন কি হয়ে যায় বলা যায়না। স্থানীয় বাসিন্দা মোঃ মিন্টু বলেন এই দোকানে নিয়মিত চা খেতে আসি। এখানে বসলেই সবসময় আতংকে থাকি না জানি কখন গাছ মাথায় পড়ে।

নাগরিক অধিকার আন্দোলন যশোর এর আহ্বায়ক মাস্টার নুর জালাল বলেন, যশোর বেনাপোল মহাসড়কের দুপাশে অবস্থিত সকল গাছগুলো এখন মানুষের জীবনের জন্য হুমকিস্বরূপ। গাছগুলো দ্রুত অপসারণ করা প্রয়োজন।

ভারত বাংলাদেশ চেম্বার অফ কমার্স এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মতিয়ার রহমান বলেন, গাছের কারণে প্রতিনিয়ত এই রাস্তায় দূর্ঘটনা ঘটছে। যশোর বেনাপোল মহাসড়কের সকল গাছ অপসারণ করে অনতিবিলম্বে এটা ৬ লেন করা প্রয়োজন।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালি সরকার বলেন, যশোর বেনাপোল মহাসড়কের দুপাশে অবস্থিত ঝুকিপূর্ণ গাছগুলো অপসারণের জন্য আমার দপ্তর থেকে জেলায় চিঠি পাঠানো হয়েছে। আশা করি এগুলো দ্রুতই অপসারণ করা সম্ভব হবে।