গাজীপুর, জেলার খবর, ঢাকা বিভাগ | তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 4990 বার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরে শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি এলাকায় ফেনাসেমিকন নামে একটি বোতাম তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার দুপুর ২টার দিকে শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় ফেনাসেমিকন নামে ওই বোতাম তৈরির কারখানায় লাগা আগুন বিকাল ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিয়ষটি নিশ্চিত করেছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান। তিনি বলেন, খবর পেয়ে প্রথমে শ্রীপুর থেকে আমাদের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। পরে জয়দেবপুর থেকে আরও চারটি ইউনিট আসে। মোট সাতটি ইউনিটের চেষ্টায় বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।