আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় অভিনব কায়দায় টাকা ছড়িয়ে, নাকে মেডিসিন শুকিয়ে টাকা চুরি করার সময় একজনকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন টাকার মালিক ও স্থানীয় জনগন। তবে চুরি যাওয়া টাকা নিয়ে পালিয়ে গিয়েছে বাকি দুই চোর।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঝিকরগাছা বাজারে এবি ব্যাংকের নীচে লিবার্টি সু এর সামনে এই ঘটনা ঘটে। ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালী গ্রামের মো: সাহাবুদ্দিন এর ছেলে আল আমিন(৩৩) কে প্রলোভিত করে ব্যাংক থেকে উঠানো ৩ লক্ষ টাকা নিয়ে সালাম শেখ(৫২), পিতা আলী শেখ, গ্রাম রায়ের কাটি, জেলা পিরোজপুর, মিঠু(৪০) ও রফিকুল (৫৫) নামের অজ্ঞান পার্টির ৩ সদস্য পালিয়ে যাওয়ার চেষ্টা কালে আসামি সালাম শেখকে উপস্থিত লোকজনের সহায়তায় ধরে ফেলে থানা পুলিশের হাতে সোপর্দ করেন। অন্য দুই আসামি মিঠু এবং রফিকুল ৩ লক্ষ টাকা নিয়ে যশোর সদরের দিকে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।

ভুক্তভোগী আল আমিন বলেন, আমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিচে নেমে বাইক যোগে গন্তব্যে রওনা হওয়ার সময় আসামিগণ সুকৌশলে পূর্ব হতে ফেলে রাখা টাকার প্রলোভন দেখিয়ে আমার নাকে মেডিসিন দিয়ে কিছুটা সম্মোহিত করে ফেলে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে আমি চিৎকার করে একজনকে আঁকড়ে ধরে থাকি কিন্তু তার পূর্বেই টাকা নিয়ে বাকী ২জন পালিয়ে যায়।

ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ (তদন্তে) আবু সাইদ বলেন এই ঘটনায় ১জন আসামি আমাদের হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।