শাহাবুদ্দিন আহামেদ : চলমান বিশেষ অভিযানে বেনাপোলের বিভিন্ন এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন ও গাজাসহ মোট ৫ আসামী’কে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।

পোর্টথানা সূত্রে জানা গেছে, *বিঃ দাঃ মামলা নং-৪৯৫/১৬ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ রেজা, পিতা-মোঃ গোলাম কুদ্দুছ, সাং-বালুন্ডা, শার্শা যশোর। মামলা চলাকালীন সে আদালতে নিয়মিত হাজিরা না দিয়ে, বিজ্ঞ আদালতের রায় উপেক্ষা করে দীর্ঘদিন যাবৎ পালিয়ে থাকায় আদালত আসামী’র বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। আদালতের নির্দেশনামা পেয়ে পোর্টথানা পুলিশ গোপণ তথ্যের মাধ্যমে বেনাপোল হতে তাকে গ্রেফতার করে।
*জিআর-১৭৯/২৪ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী রেজাউল ইসলাম ওরফে রেজা (৫০), পিতা-মৃত গোলাম কুদ্দুস, সাং-বালুন্ডা পূর্বপাড়া, শার্শা,যশোর।
*জিআর-৬২/১৮ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত মোঃ শিমুল হোসেন (৩০), পিতা-মোহাম্মদ আলী, সাং-মহিষাডাঙ্গা, শার্শা,যশোর।

*এসসি-৯১৩/২০ এর গ্রেফতারী পরোয়ান ভুক্ত আসামী মোঃ শাহাজামাল (২৬), পিতা-ইবাদত হোসেন, সাং-দৌলতপুর (বড় মসজিদের সামনে),

*রবিবার(৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রনি হোসেন (২৬) পিতা- ইউসুফ কাজী মাতা- মৃত সায়েরা বেগম সাং- গাইতগাছীথানা- অভয়নগর জেলা- যশোর কে বেনাপোল বাজারস্থ গাজী মেডিক্যাল ফার্মেসী’র সম্মুখ হতে ১ কেজি গাজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রাসেল মিয়া জানান-“যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো. জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়ের নির্দেশনায় বেনাপোল পোর্ট থানার আওতাধীন এলাকাসমূহে আইন শৃঙ্খলা,মাদক নিয়ন্ত্রণ,চোরাচালান রোধ সহ বিভিন্ন অপরাধ দমনে বেনাপোল পোর্টথানা পুলিশ টহল জোরদার রেখেছে। এর ধারাবাহিকতায় চলমান বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ মোট ৫ আসামী’কে গ্রেফতার করা হয়”।

গ্রেফতারকৃত আসামীগণদের অদ্য(৮ ডিসেম্বর) ইং তারিখ যথাযথ পুলিশ প্রহরায় যশোর জেলা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।