চাঁপাইনবাবগঞ্জ, জেলার খবর, রাজশাহী বিভাগ | তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 7979 বার
মোঃ জাইদুল হক, শিবগঞ্জ।। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার সকাল সাড়ে ৮টা দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক মোড়ে এই দূর্ঘটনা ঘটে।
নিহত মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা শিবগঞ্জ উপজেলার পৌর এলাকা সেলিমাবাদ মাঝপাড়া গ্রামের মৃত ওয়াজেদ শেখের স্ত্রী জাহান্নারা বেগম(৭০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ক্যারেট বোঝাই ট্রাক কানসাট মিলিক মোড়ে রাস্তার এক পাশে দাঁড় করে কিছুক্ষণের জন্য। এর মধ্যে মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধা ট্রাকের বাম পাশ দিয়ে যাচ্ছিল। কিন্তু এর মধ্যে ট্রাক চালক তার কাজ শেষ করে ট্রাকের ডান দরজা দিয়ে গাড়ি চালু করে রওনা দেয়ার সময় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার সাথে থাকা কাপড়ের ঝুলি বেধে গেলে চাকার নীচে পড়ে যান। ফলে গুরুতর আহত ও রক্ত ক্ষরণ শুরু বৃদ্ধার। এতে ঘটনাস্থলেই মারা যান মানসিক ভারসাম্যহীন জাহান্নারা বেগমের।
এদিকে, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার পূর্বে-ই নিহতের পরিবারের সদস্যরা মৃত জাহান্নারা বেগমের মরদেহটি উদ্ধার করে নিজ বাসায় নিয়ে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু পুলিশ পৌঁছানোর আগে নিহতের পরিবার মরদেহটি নিয়ে যান। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।