সারাবিশ্ব | তারিখঃ অক্টোবর ২৬, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 7121 বার
নিজস্ব প্রতিবেদক : বেনাপোল বন্দরের বিপরীতে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর ভারতের পেট্রাপোলে আধুনিক মানের ‘প্যাসেঞ্জার টার্মিনাল’ উদ্বোধন করতে রোববার (২৭ অক্টোবর) আসছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সে কারণে দুই দিনের জন্য বন্ধ থাকছে এ পথে আমদানি-রপ্তানি।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) টার্মিনালটি উদ্বোধনের কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ডানার কারণে তা পেছানো হয়।
তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শনিবার ও রবিবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে চিঠি দিয়েছেন ওপারের বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ শাহনি বলে জানান বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার।
তিনি বলেন, সেই সাথে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।