জাতীয় সংবাদ | তারিখঃ অক্টোবর ২৩, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3304 বার
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি ইস্যুতে কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বুধবার সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যাচ্ছি।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মন্তব্যের পর দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। এ অবস্থায় গতকাল মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রাষ্ট্রপতির পদত্যাগের দাবি নিয়ে সন্ধ্যা থেকে বঙ্গভবন ঘেরাও করেন। তারা ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করেন।