জাতীয় সংবাদ | তারিখঃ আগস্ট ১৫, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 2087 বার
ডেস্ক রিপোর্ট : হত্যা ও অস্ত্র সহ একাধিক মামলায় আটক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন জামিনে কারাগার থেকে মুক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুর ১:৩৫ মিনিটে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হয়ে বেরিয়ে আসেন। এর আগে দুপুর সাড়ে ১২টায় সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত তার জামিন আবেদন মঞ্জুর করলে জামিন নামা আদালতে আসার পর তাকে মুক্তি দেয়া হয়। মোহাম্মদপুর ও তেজগাঁও থানার আটটি মামলায় তিনি কুমিল্লা জেলা কারাগারে বন্দি ছিলেন। সর্বশেষ ২০২২ সালের ১১ই এপ্রিল তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
ধানমন্ডি ৪ নম্বর রোডের ৩৯ নম্বর বাড়িতে বসবাসরত ডাক্তার মল্লিক আব্দুল্লাহর ছেলে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি। ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রামস ক্লাবের নিচে গুলিতে নিহত হন চিত্রনায়ক সোহেল চৌধুরী। এরপর থেকেই আন্ডারওয়ার্ল্ডে আলোচিত হয়ে ওঠে ইমন। নিজের ঘনিষ্ঠ সহযোগী পাং বাবুসহ একাধিক হত্যাকাণ্ডের পর ২০০৪ সালে র্যাবের ধাওয়া খেয়ে কলকাতায় পালিয়ে যায় ইমন।ঢাকায় এক ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়ার পর ফোনের সূত্র ধরে বাংলাদেশের সিআইডি পুলিশ কলকাতা পুলিশকে বিষয়টি জানালে ২০০৭ সালের ৮ ডিসেম্বর কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি ফ্ল্যাট থেকে কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে ২০০৮ সালের ৭ ই মার্চ কলকাতা পুলিশ ইমনকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। সেই থেকেই কারাগারে আছেন পুলিশের তালিকায় শীর্ষ সন্ত্রাসী ইমন। এর আগেও কলকাতা পুলিশ ২০০১ সালের ৩০শে জুন অবৈধ অনুপ্রবেশের দায়ে ইমনকে স্ত্রীসহ গ্রেফতার করেছিল। এতে ইমনের ছয় মাসের জেল হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৪ই আগস্ট দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটন ও ১৩ই আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সন্ধ্যায় মুক্ত হন শীর্ষ সন্ত্রাসী খোরশেদ আলম রাসু ওরফে ফ্রিডম রাসু ও একই দিন সকাল দশটায় কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস।