১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

কাকরাইলে জাপা-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, সেনা মোতায়েন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / ৯৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের মিছিলে হামলা এবং দুই দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে। হামলায় নিজেদের ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি গণঅধিকার পরিষদের।

আজ শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ছয়টার পর জাপার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

আওয়ামী লীগের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আজ গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ছিল। সমাবেশ শেষে ছিল মিছিল।

সংঘর্ষের সূত্রপাত নিয়ে জাপা ও গণঅধিকার পরিষদ পরস্পরকে দোষারোপ করছে। জাপার নেতাকর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেন।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, পূর্বনির্ধারিত সমাবেশ শেষে তাদের মিছিল জাপার কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় জাপার লোকজন ইটপাটকেল ছোড়েন।

গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে বলেন, ‘আওয়ামী লীগের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আমাদের আজকে বিক্ষোভ সমাবেশ ছিল। কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ শেষে আমরা পল্টন জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে নাইটেঙ্গেল মোড়ে যাচ্ছিলাম। পথে জাতীয় পার্টির কার্যালয় পার হওয়ার সময় পেছন থেকে আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।‘ এ ঘটনায় তাদের ১০-১৫ জন নেতাকর্মী আহত হন বলে জানান তিনি।’

এ সময় জাতীয় পার্টির অফিসের সামনে ৩০০-৪০০ লোক ছিল জানিয়ে আবু হানিফ আরও বলেন, ‘আমাদের ধারণা জাতীয় পার্টি ছাড়াও সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা ছিল।’

Please Share This Post in Your Social Media

কাকরাইলে জাপা-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, সেনা মোতায়েন

আপডেট: ০৯:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের মিছিলে হামলা এবং দুই দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে। হামলায় নিজেদের ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি গণঅধিকার পরিষদের।

আজ শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ছয়টার পর জাপার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

আওয়ামী লীগের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আজ গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ছিল। সমাবেশ শেষে ছিল মিছিল।

সংঘর্ষের সূত্রপাত নিয়ে জাপা ও গণঅধিকার পরিষদ পরস্পরকে দোষারোপ করছে। জাপার নেতাকর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেন।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, পূর্বনির্ধারিত সমাবেশ শেষে তাদের মিছিল জাপার কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় জাপার লোকজন ইটপাটকেল ছোড়েন।

গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে বলেন, ‘আওয়ামী লীগের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আমাদের আজকে বিক্ষোভ সমাবেশ ছিল। কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ শেষে আমরা পল্টন জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে নাইটেঙ্গেল মোড়ে যাচ্ছিলাম। পথে জাতীয় পার্টির কার্যালয় পার হওয়ার সময় পেছন থেকে আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।‘ এ ঘটনায় তাদের ১০-১৫ জন নেতাকর্মী আহত হন বলে জানান তিনি।’

এ সময় জাতীয় পার্টির অফিসের সামনে ৩০০-৪০০ লোক ছিল জানিয়ে আবু হানিফ আরও বলেন, ‘আমাদের ধারণা জাতীয় পার্টি ছাড়াও সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা ছিল।’