জাতীয় সংবাদ | তারিখঃ অক্টোবর ৬, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2177 বার
নিজস্ব প্রতিবেদক : শুধু বিরোধীদল থাকলেই হয় না, বিরোধীদল শক্তিশালী হতে হয়। রাস্তায় গিয়ে ঘেউ ঘেউ করলেই বিরোধীদল ধরা হয় না বলে মন্তব্য করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফরের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশন যোগদিতে যান প্রধানমন্ত্রী। ১৭-২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে থাকাকালীন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশন যোগদান ছাড়াও অন্যান্য উচ্চ-পর্যায়ের ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় যোগ দেওয়া
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্য ও সরকারের পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
শেখ হাসিনা বলেন, আমাকে নিয়ে অনেক কথা বলে। সব রেডি করে দিয়েছি, তাই এখন বসে বসে বড় বড় কথা বলে। অনেকেই বেশি কথা বলে বলুক তাতে কিছু আসে যায় না। কিন্তু বেশি কথা বললে সব বন্ধ করে বসে থাকবো। দেখি কে দায়িত্ব নিতে রাজি হয়। ভোট এলে আবার শুরু করবো, যদি ভোটের মাধ্যমে ক্ষমতায় যাই।
প্রধানমন্ত্রী বলেন, আমি আমার পরিবারকে হারিয়েছি, বাবা-মা সব হারিয়েছি। আমার হারানোর কিছু নেই। ১৫-১৬ বছর বয়স থেকে আন্দোলন করেছি, মিছিল করেছি। কত বছর হয়েছে রাজনীতির? একটা স্বপ্ন ছিল- জাতির পিতার, সেটা করেছি, এখন তো কেউ না খেয়ে থাকে না।
রিজার্ভে প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘যেসব আঁতেল, জ্ঞানীগুণী রির্জাভ নিয়ে কথা বলেন, তারা কী জানেন, আমরা যখন ক্ষমতায় এসেছি, তখন রিজার্ভ কত ছিল? কোথায় এনে দাঁড় করিয়েছি আমরা? রির্জাভ যা দরকার তা আমাদের আছে। আমাদের ভালো থাকার দরকার, নাকি রিজার্ভের বেশি দরকার। রির্জাভ আগের জায়গায় এনে দেই, বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেই।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি আন্দোলন করে, কিন্তু তাদের টাকা আসে কোথা থেকে। আমি সাংবাদিকদের বলবো, বিএনপির আন্দোলনের টাকা আসে কোথা থেকে দেখুন। তবে বিএনপি আন্দোলন করুক, সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে কোনো আগুন সন্ত্রাস, ভাঙচুর করলে ছাড় দেওয়া হবে না। দেশের মানুষ এখন সতর্ক আছে, কোনো বিশৃঙ্খলা করলে মানুষই তাদেরকে প্রতিহত করবে।