জাতীয় সংবাদ | তারিখঃ আগস্ট ৩, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 7170 বার
ডেস্ক রিপোর্ট : গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ডিবিপ্রধান।
হারুন অর রশীদ বলেন, আসামি কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে নিজ বাসভবনে আশ্রয় ও পুলিশের কাজে বাধা দেওয়ায় এ মামলা করা হয়। তিনি বলেন, আসামি যার বাসাতেই থাকুক আমরা তাকে ধরে আনতে পারি। প্রয়োজনবোধে বলপ্রয়োগ করে আসামি আনতে পারি।
ডিবি প্রধান বলেন, যাকে ধরে এনেছি তিনি মামলার আসামি। তিনি ফেসবুক-ইউটিউবে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে মাদ্রাসার ছাত্রদের উত্তেজিত করার চেষ্টা করেছেন। তার নামে মামলা রয়েছে। ভিপি নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। তার (নুর) বাসায় যদি কোনো মামলার আসামি লুকিয়ে থাকে তাকে বের করে দেওয়াই উচিত ছিল তার। সেটা না করে উল্টো পুলিশের ওপর চড়াও হলেন নুর। পুলিশকে গালিগালাজ করলেন। তিনি সরকারি কাজে বাধা দিলেন।
এর আগে মঙ্গলবার (১ আগস্ট) দিনগত রাত ২টার দিকে গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরের বাসভবনে তল্লাশি চালায় ডিবি তল্লাশি। রাতেই ফেসবুক থেকে লাইভে এসেও এ বিষয় জানান নুর।