সারাবিশ্ব | তারিখঃ জুন ৩, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 6619 বার
আন্তর্জাতিক ডেস্ক : মিসরের সীমান্তে বন্দুকধারীর গুলিতে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন সেনা আহত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার (৩ জুন) সকালে গুলিতে একজন পুরুষ এবং এবং নারী সেনা নিহত হন।
পরবর্তীতে সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়। আর ওই সময় সার্চ অপারেশন চালানোর সময় গুলিতে আরেক সেনা নিহত হন।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রিচার্ড হেকট জানিয়েছেন, অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৪ লাখ ডলার মূল্যের মাদক বাজেয়াপ্ত করা হয়।
কর্নেল রিচার্ড জানিয়েছেন, তাদের ধারণা মাদক চোরাচালান এবং সেগুলো বাজেয়াপ্ত করার সঙ্গে এ গোলাগুলির সম্পর্ক রয়েছে।
হামলাকারীর পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করা হলে কর্নেল রিচার্ড সাংবাদিকদের বলেন, ‘এটি আইএসআইএলের (ইসলামিক স্টেট সশস্ত্র গোষ্ঠী) কাজ হতে পারে, এটি কোনো সীমান্তরক্ষীর কাজ হতে পারে, এটি কোনো চোরাকারবারীর কাজ হতে পারে এবং আমরা এখনো বিষয়টি খুঁজে বের করার চেষ্টা করছি। হামলাকারী কে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।’