কুয়াকাটা সৈকতে পর্যটকদের উপচেপড়া ভিড়
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি : বইছে দখিনের মৃদু শীতল হাওলা। হালকা কুয়াশায় ঘেরা চারিদিক। এর মধ্যে পর্যটকরা সমুদ্রে সাঁতার কাটছেন, ঘুরছেন ঘোড়ায় চড়ে, সৈকতের সাউন্ড বক্স বাজিয়ে নাচেগানে মেতে উঠেছেন। আবার ফুটবল নিয়ে খেলা করছেন বালিয়ারীতে। সৈকতের বেঞ্চে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। বড়দিনসহ সাপ্তাহিক তিন দিনের সরকারি ছুটির দ্বিতীয় দিন শনিবার সাগরকন্য কুয়াকাটায় আগমন ঘটেছে হাজারো …বিস্তারিত