খুলনা বিভাগ, জেলার খবর, নড়াইল | তারিখঃ অক্টোবর ১০, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 7015 বার
নড়াইল প্রতিনিধি ॥ আগামি ২৬ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নড়াইলে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ অক্টোবর) দুপুরে নড়াইল সদর উপজেলার ভবানীপুরে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার সৈয়দ মফিজুর রহমান।অ্যাডভোকেট ইমদাদুল হকের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ,যুগ্ন আহবায়ক মো: রবিউল ইসলাম মোহন,ডা: মনিরুজ্জামান খোকন,মল্লিক সাইদুজ্জামান,জেলা যুব সংহতির সাধারন সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান মুক্ত,জাতীয় তরুণ পার্টির জেলা আহবায়ক মো: বদিয়ার রহমান, জাহিদুল ইসলাম টুকু প্রমুখ। মত বিনিময় সভায় জাতীয় পার্টির দু’শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ গত ১৯ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক পত্রে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার সৈয়দ মফিজুর রহমানকে আহবায়ক এবং ওয়াহিদুল ইসলাম তরুণকে সদস্য সচিব করে ৬৭ সদস্য বিশিষ্ট জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষনা দেন।