শালিখা মাগুরা প্রতিনিধিঃ সামাজিক সংগঠন স্বর্ণ পাঠাগারের প্রধান উপদেষ্টা ও নদী বাঁচাও আন্দোলনের মাগুরা প্রতিনিধি এবং মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজী শিক্ষক গবেষক শ্রী ইন্দ্রনীল বিশ্বাসের জন্মদিন পালিত হয়েছে৷

আজকের এই দিনে উপজেলার এক ঐতিহ্যবাহী ভাটোয়াইল নামক গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি অতি মেধাবী পরোপকারী ও মানবতার দূত হিসাবে মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। শ্রী ইন্দ্রনীল বিশ্বাসের জন্মদিনে মাগুরার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সামাজিক গণমাধ্যম ফেজবুকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক গণমাধ্যমে দিনব্যাপী পাঠকদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। আজ রবিবার সন্ধ্যায় প্রেসক্লাব শালিখা মিলনায়তনে প্রখ্যাত এ লেখক ও গবেষক শ্রী ইন্দ্রনীল বিশ্বাসের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক মোঃ নওয়াব আলী৷ শালিখা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুজ্জামান চাঁদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবি সাংবাদিক ও প্রধান শিক্ষক স্বপন বিশ্বাস, প্রেসক্লাব শালিখার সহসভাপতি জিআর এম তারিক, শ্রী ইন্দ্রনীল এসোসিয়েট এর উপদেষ্টা মোঃ জাহিদুর রহমান, শালিখা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ মোজাহার বিশ্বাস, সাবেক ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মীর মুস্তাক আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খুরশীদ আলম রনি মুন্সী, শালিখা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, যুগ্ম সম্পাদক এইচ এম রাজিব, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বাবু হোসেন, তালখড়ি ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হুরাইরা, নান্নু বিশ্বাস, সমেন বিশ্বাস প্রমুখ৷