খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5301 বার
শালিখা মাগুরা প্রতিনিধিঃ খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে বিদ্যামান সরু ও ঝুঁকিপূর্ণ পুরাতন কংক্রিট/বেইলী সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মান শীর্ষক প্রকল্পর আওতায় ফটকি নদীর আড়পাড়া অংশে সেতুর ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর বুধবার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকুল ইসলাম নির্বাহী প্রকৌশলী সওজ মাগুরা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড.শ্রী বীরেন শিকদার মগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সঞ্চালক ছিলেন চেয়ারম্যান বক্তিয়ার উদ্দিন লস্কর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন সৈয়দ আসলাম আলী কঞ্চন অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুলনা বিভাগীয় সড়ক ও জনপথ বিভাগ। এ্যাড.কামাল হোসেন চেয়ারম্যান শালিখা উপজেলা পরিষদ, ইয়াসমিন মনিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শালিখা মাগুরা, এ্যাড. শ্যামল কুমার দে সভাপতি শালিখা উপজেলা আওয়ামী লীগ ও সাবেক উপজেলা চেয়ারম্যান। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ হোসেন মাছুদ সরকার উপ বিভাগীয় প্রকৌশলী মাগুরা, মোছাঃ উম্মে সালমা সহকারী কমিশনার ভূমি শালিখা, ওসি তদন্ত মিলন কুমার ঘোষ, চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রমজান আলী, নীরমল কুমা বিশ্বাস, মুন্সী আবু হানিফ সাংগঠনিক সম্পাদক শালিখা উপজেলা আওয়ামী লীগ সহ প্রমূখ। সেতটি নির্মাণ বাস্তবায়নে কাজ করছেন সড়ক বিভাগ মাগুরা।নির্মান ব্যয় ১৯ কোটি ২৬ লক্ষ টাকা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্মান কাজ শেষ হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোজাহার এন্টারপ্রাইজ।