জেলার খবর, পঞ্চগড়, রংপুর বিভাগ | তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4139 বার
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা এলাকায় করতোয়া নদীতে এক নৌকাডুবিতে এ পর্যন্ত শিশু সহ ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও প্রায় ৩০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত মৃতদেহের পরিচয় মেলেনি।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে মহালয়া উপলক্ষে পাঁচপীর, বোদা, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। এ সময় নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল। এ কারণে মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাডুবে যায়। কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রীই এখনও নিখোঁজ রয়েছেন।
বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান রাজু জানান, এ ঘটনায় হাসপাতালে সাতজনের মরদেহ রয়েছে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ১৭ জনের মরদেহ রয়েছে। বাকিদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। উদ্ধার কাজ চলছে।