খুলনা বিভাগ, জেলার খবর, নড়াইল | তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1144 বার
নড়াইল প্রতিনিধি ॥ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদন, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা পদটি ৬ষ্ঠ গ্রেডে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পদটি ৯ম গ্রেডে উন্নীতকরণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরত কর্মচারীদের পদনাম পরিবর্তন ও উন্নীতকরণসহ সকল শুণ্য পদ পূরণের দাবিতে নড়াইলে বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন নড়াইল সদর উপজেলা ত্রাণ ও পূর্নবাসন অফিসে কর্মরত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোসা: নাসরিন সুলতানা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো: জিয়াউর রহমান, কার্য্য সহকারী মো: রিপন মিয়া, অফিস সহায়ক মো: এহিয়া মোল্লা।
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন বলে জানান নড়াইল সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা: নাসরিন সুলতানা।তিনি আরো জানান,দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তার পদটি ৬ষ্ঠ গ্রেডে উন্নতিকরণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) পদটি ৯ম গ্রেডে উন্নতিকরণ, অধিদপ্তরাধীন সকল কর্মচারীদের পদনাম পরিবর্তন ও আপগ্রেডেশন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শুণ্য পদ পদোন্নতি, চলতি দায়িত্ব ও নিয়োগের মাধ্যমে পূরণ করার দাবিতে চারদিনের কর্মবিরতি শেষে গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।